স্টাফ রিপোর্টার : চাকরির মেয়াদ ৬৫বছরে উন্নীত, প্রশাসক প্রথা বাতিল করে কর্মকর্তাদের বহাল ও জেষ্ঠতার ভিত্তিতে ২৫ শতাংশকে প্রথম গ্রেডে পদোন্নতিসহ ১২দফা দাবিতে মানবন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে সকালে রাবির প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হচ্ছে না। গ্রেডভিত্তিক পদোন্নতির নীতিমালাও সহজ করতে হবে। বিভিন্ন দপ্তর প্রধানের পদগুলো শিক্ষকদের দখলে। এই প্রথা থেকে বেরিয়ে না আসায় যোগ্য কর্মকর্তারা অধিকার বঞ্চিত হচ্ছেন। দ্রুত দাবি মানা না হলে আরো কঠোর কর্মসুচিরও ঘোষণা দেন বক্তারা।