নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাদ্রকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তারা সকলেই বাঘা উপজেলার বাসিন্দা।
এর মধ্যে হিরোইন সেবনের অপরাধে ৬ মাসের দন্ডপ্রাপ্ত আলতাফ হোসেন কলিগ্রামের, গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের দন্ডপ্রাপ্ত সাগর হোসেন সোহান চকনারায়নপুরের ও ১ মাসের দন্ডপ্রাপ্ত বেলাল হোসেন উত্তর মিলিক বাঘা গ্রামের বাসিন্দা।
বুধবার (০৩-০৮-২০২২) আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এ রায় প্রদান করেন ।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী অফিসার জানান, জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।